How to download and install scientific calculator for windows

 

ধাপ ১: ক্যালকুলেটর ইনস্টল করার জন্য প্রথমে নিচের লিংকে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে হবে।

Download software

ধাপ ২:ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ফাইলটির উপর ডাবল ক্লিক করলে নিচের মতো কয়েকটি ফাইল ও ফোল্ডার দেখা যাবে। সেখান থেকে মার্ক করা ফাইল এ ক্লিক করতে হবে|

download and install scientific calculator for windows

download and install scientific calculator for windows

ধাপ ৩:উপরের মার্ক করা ফাইল এ ক্লিক করলে নিচের মতো একটা উইন্ডো ওপেন হবে। এখানে বিভিন্ন ধরণের ক্যালকুলেটর এর মডেল দেয়া আছে। এখন আপনি যে মডেল টি ইনস্টল করতে চাচ্ছেন তাতে টিক দিন এবং পাশের হলুদ রংয়ের গোল মার্ক করা অংশে ক্লিক করুন।

 

download and install scientific calculator for windows

ধাপ ৪:এবার আপনি নিচের পিকচার এর মতো একটি উইন্ডো দেখতে পারবেন এবং সেখান থেকে Next অপশনে ক্লিক করুন।

download and install scientific calculator for windows

ধাপ ৫:এবার আপনি নিচের পিকচার এর মতো একটি উইন্ডো দেখতে পারবেন এবং সেখান থেকে লাল মার্ক করা অপশনে টিক দিন এবং Next অপশনে ক্লিক করুন।

download and install scientific calculator for windows

ধাপ ৫:এবার আপনি নিচের পিকচার এর মতো একটি উইন্ডো দেখতে পারবেন। সেখানে Installation Key এর পরিবর্তে সব ঘরে শুধু ক্লিক করলেই হবে কোনো Installation Key দিতে হবে না এবং Next অপশনে ক্লিক করুন।

download and install scientific calculator for windows

ধাপ ৬:এবার আপনি নিচের পিকচার এর মতো একটি উইন্ডো দেখতে পারবেন। সেখান থেকে change অপশনে ক্লিক করে আপনি যে ফোল্ডার এ ক্যালকুলেটর আর ফাইল রাখতে চাচ্ছেন তা সিলেক্ট করতে হবে অথবা default ও রাখতে পারেন এবং Next অপশনে ক্লিক করুন।

download and install scientific calculator for windows

ধাপ ৭:আপনার ক্যালকুলেটরটি আপনার ডিভাইস এ ইনস্টল হয়ে গেলে ক্যালকুলেটর আইকন দেখতে পারবেন এবং তাতে ক্লিক করলে আপনার কাঙ্খিত মডেলের ক্যালকুলেটরটি ওপেন হবে।

download and install scientific calculator for windows

 

N.B:আপনি চাইলে একসাথে অনেকগুলো মডেলের ক্যালকুলেটর আপনার ডিভাইস এ ইনস্টল করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পূর্বের ধাপ ২ থেকে ধাপ ৭ পুনরায় করতে হবে।