command  prompt  দিয়ে  উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর user account  খুলতে হলে প্রথমে আপনাকে সার্চ অপশন এ গিয়ে command  prompt সার্চ দিয়ে run as administrator এ ক্লিক করতে হবে।


তারপর। ..
১. যদি পাসওয়ার্ড ছাড়া একাউন্ট খুলতে চান  তাহলে লিখতে হবে  net user hossain /add 
 তারপর Enter বাটন চাপতে হবে। এখানে hossain ইউসার এর নাম


২. যদি পাসওয়ার্ড ছাড়া সহ  একাউন্ট খুলতে চান  তাহলে লিখতে হবে net user rubel 1234  /add  তারপর Enter বাটন চাপতে হবে।  এখানে" Rubel hossain"ইউসার এর নাম  এবং 1234 ইউসার পাসওয়ার্ড। 


৩. যদি ইউসার একাউন্ট এর নাম পরিবর্তন করতে চান  তাহলে লিখতে হবে 
 wmic useraccount where name='rubel' rename riadul  তারপর Enter বাটন চাপতে হবে।  এখানে rubel পূর্বের ইউসার আর riadul নতুন ইউসার।


৪. যদি ইউসার একাউন্ট ডিলিট করতে চান তাহলে লিখতে হবে  net user rubel /delete 
 তারপর Enter বাটন চাপতে হবে।  এখানে rubel ইউসার এর নাম। 


৫. আপনার কম্পিউটার এ কত গুলি  ইউসার একাউন্ট আছে তা যদি দেখতে চান তাহলে লিখতে হবে  
net user  তারপর Enter বাটন চাপতে হবে। 


আপনি যেকোন একটি একাউন্ট এ লগ ইন করে উইন্ডোস অপারেটিং সিস্টেম চালাতে পারবেন। তবে আপনি একটি একাউন্ট এ লগ ইন করে যে সফটওয়্যার গুলি ইনস্টল করবেন তা অন্য একাউন্ট এ  লগ ইন করলে দেখতে পারবেন না। তবে হার্ডডিস্কে যে ফাইল বা ফোল্ডার থাকবে সেইগুলা দেখতে পারবেন।